বাস্তবেও কি জুটি বাঁধছেন বিজয়-রাশমিকা?
<![CDATA[
রুপালি পর্দায় বেশ জনপ্রিয় বিজয়-রাশমিকা জুটি। তবে এ জুটিকে কি বাস্তবেও দেখা যাবে–এমন প্রশ্নই দানা বেঁধেছে ভক্তদের মনে। যে প্রশ্নের উত্তর ‘হ্যা’ বলেই মনে হচ্ছে সাম্প্রতিক বিজয়-রাশমিকার হালচালে।
দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেম নিয়ে গুঞ্জন ছিলই। যদিও তারা এখন পর্যন্ত বিষয়টা নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি। তবে তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে।
নতুন বছরে বিজয় তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। যে ছবিতে দেখা যাচ্ছে, সুন্দর এক রিসোর্টে সুইমিং পুলে নিমজ্জিত বিজয়। সেই একই রিসোর্টে একই ঢঙে ছবি পোস্ট করেছেন রাশমিকাও। রাশমিকার ইনস্টাগ্রামে এমন ছবি প্রকাশের পরই গুঞ্জনের ডালপালা বেড়েছে দ্রুতগতিতে।
আরও পড়ুন: জন্মদিনে পুরোনো ছবি ভাইরাল দীপিকার!
নেটিজেনরা দুটি ছবির মিল দেখে এরই মধ্যে দুয়ে দুয়ে চার মিলিয়েছেন। লিখেছেন, এ জুটি একই সঙ্গে ঘুরতে গিয়েছিল। বর্ষবরণের উদ্যাপনের ছবি হবে এটি।
আবার অনেক নেটিজেনের মন্তব্য, গত নভেম্বরে মালদ্বীপে শুটিংয়ের সময় এ ছবি তোলা হয়েছিল। তবে ছবির সত্যি রহস্য নিয়ে এখনও মুখ খোলেননি বিজয়-রাশমিকা কেউই। তাই ভক্তরা আশা করছেন, পর্দার মতো বাস্তবেও জুটি বাঁধলে বিজয়-রাশমিকার সে জুটি অসাধারণই হবে।
]]>