আফগানিস্তানে ২৫ তালেবানকে হত্যার দাবি প্রিন্স হ্যারির
<![CDATA[
আফগানিস্তানে অন্তত ২৫ জন তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি। দেশটিতে দ্বিতীয় দফা দায়িত্ব পালনকাল এক সামরিক হেলিকপ্টার থেকে তাদের হত্যা করেন ডিউক অব সাসেক্স এবং ক্যাপটেন ওয়েলস খ্যাত হ্যারি। নিজের স্মৃতিকথা ‘স্পেয়ার’ নামক একটি বইতে হ্যারি এই দাবি করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুসারে, ‘স্পেয়ার’ নামে লিখিত স্মৃতিকথাটি আগামী সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু ভুল করে নির্ধারিত সময়ের আগেই বইটি স্পেনের বাজারে চলে আসে। সেই বইতেই হ্যারি এই দাবি করেন।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীতে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য ছিলেন প্রিন্স হ্যারি। তিনি তার বইতে লিখেছেন, আফগানিস্তানে থাকাকালে তাকে ছয়টি মিশনে যেতে হয়েছে এবং এসব মিশনে প্রাণহানিও হয়েছে। তিনি দাবি করেছেন, এসব মানুষের প্রাণ যাওয়ার জন্য তিনি লজ্জিত কিংবা গর্বিত কোনোটাই নন তিনি।
আরও পড়ুন: বড় ভাই উইলিয়ামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হ্যারির
আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যারি তার লিখিত বইয়ে স্বীকারোক্তি দিয়েছেন, যুদ্ধের সেই উত্তপ্ত সময়ে তিনি সেই ২৫ জনকে ‘মানুষ’ হিসেবে বিবেচনা করেননি বরং তাদের ‘দাবার ঘুঁটি’ হিসেবে মনে করেছিলেন। যাদের কেবল দাবার বোর্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছিল হত্যা করার মাধ্যমে।
৩৮ বছর বয়সী এই ব্রিটিশ রাজপুত্র প্রথমবারে মতো তার সৈনিক জীবনে আফগানিস্তানে কতজন তালেবান যোদ্ধাকে হত্যা করেছিলেন তার সংখ্যা প্রকাশ করলেন। প্রিন্স হ্যারি সবমিলিয়ে ১০ বছর সেনাবাহিনীতে কাজ করেছেন। সে সময় তার পদমর্যাদা ছিল ক্যাপটেন।
]]>