রাজমুকুটের লোভে চার্লসকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ক্যামিলা: প্রিন্স হ্যারি
<![CDATA[
ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি দাবি করেছেন, ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লসের বর্তমান স্ত্রী এবং কুইন কনসোর্ট ক্যামিলা রাজমুকুটের লোভে চার্লসকে বিয়ে করার ষড়যন্ত্র করেছিলেন। হ্যারি এবং তার ভাই উইলিয়াম ক্যামিলাকে বিয়ে না করতে চার্লসের কাছে মিনতি করেছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স হ্যারি তার স্মৃতিকথামূলক গ্রন্থ ‘স্পেয়ার’-এ এই চমকজাগানিয়া বিষয়টির উল্লেখ করেছেন।
‘স্পেয়ার’ শিরোনামে লিখিত তার বিস্ফোরক আত্মজীবনীর একটি অনুচ্ছেদে ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি লিখেছেন, ‘তার সঙ্গে আমাদের ব্যক্তিগত বৈঠকের অল্প সময়ের মধ্যেই, তিনি তার দীর্ঘমেয়াদী প্রণয়ন করতে শুরু করেছিলেন। যার মূল লক্ষ্য ছিল বিয়ে (চার্লসের সঙ্গে) এবং রাজমুকুট (আমাদের অনুমান, এসবে আমাদের পিতার অনুমতি ছিল)।
আরও পড়ুন: আফগানিস্তানে ২৫ তালেবানকে হত্যার দাবি প্রিন্স হ্যারির
হ্যারি আরও লিখেছেন, ‘উইলির (উইলিয়াম) সঙ্গে তার কথোপকথন দেশের সব সংবাদপত্রে প্রকাশিত হতে শুরু করে। সেগুলো এমন সব গল্প ছিল যার খুঁটিনাটি বিবরণ পর্যন্ত প্রকাশিত হতো। অথচ এসব গল্পের কোনোটিই আমার ভাইয়ের কাছ থেকে আসেনি।’
ডিউক অব সাসেক্স আরও দাবি করেন, তিনি এবং তার ভাই উইলিয়াম প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর পুনরায় বিয়ে না করার জন্য তৎকালীন প্রিন্স অফ ওয়েলস চার্লসে কাছে ‘মিনতি’ করেছিলেন। তাদের আশঙ্কা ছিল, তিনি (ক্যামিলা) তাদের জন্য খুব খারাপ একজন সৎ মা হিসেবে হাজির হবেন। বইটিতে আরও দাবি করা হয়, জনসাধারণের মাঝে ক্যামিলার গ্রহণযোগ্যতা তৈরির আগে চার্লস তার ছেলেদের মন জয় করার চেষ্টা করেছিলেন।
]]>




