বিনোদন

শুক্রবার জমে উঠেছে বাণিজ্যমেলা

<![CDATA[

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরের প্রথম ছুটির দিন শুক্রবার (৬ জানুয়ারি) মেলা জমে উঠেছে। ঘুরে ফিরে ছুটির দিন উপভোগ করার পাশাপাশি দর্শনার্থীরা সারছেন তাদের দরকারি কেনাকাটা।

সরেজমিনে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে দেখা যায়, সকাল থেকেই শীত উপেক্ষা করে মেলায় আসেন দর্শনার্থীরা। ছুটির দিন উপভোগ করার পাশাপাশি সারছেন দরকারি কেনাকাটাও।

এক দর্শনার্থী বলেন, গতবারের তুলনায় এবার বাণিজ্যমেলায় বেশ ভিড়। এত শীতের মধ্যেও মানুষ এখানে আসছেন।

আরেকজন দর্শনার্থী বলেন, ‘সাধারণত দেশের বাইরের বিভিন্ন জিনিস এখানে কিনতে আসি। পণ্যের মানও ভালো মনে হচ্ছে। এ ছাড়া এখানে আসতে তেমন একটা ট্রাফিক জ্যামও পোহাতে হয়নি।’

এদিকে শিশু-কিশোরদের কাছে মেলাকে আরও উপভোগ্য করতে গ্রাম-বাংলার ঐতিহ্যকে তুলে ধরে অনেক স্টল-প্যাভিলিয়নের সামনে রাখা হয়েছে বিশেষ আকর্ষণ বায়স্কোপসহ নানা অনুসঙ্গ।

এ বিষয়ে এক নারী দর্শনার্থী বলেন, মেলায় ঘোরার জন্য সন্তানদের নিয়ে এসেছি। তারা মেলা বেশ উপভোগ করেছে।

আরও পড়ুন: বাণিজ্য মেলায় নেই বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা

আবার পণ্য বিক্রির প্রচারণার পাশাপাশি ফ্রিতে স্বাস্থ্য পরীক্ষার সুযোগও রেখেছে অনেক প্রতিষ্ঠান। অনেকেই এই সুযোগে সুগার পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা করছেন।

এক গ্রাহক বলেন, মেলায় আনন্দের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ।

শীতের হিমেল বাতাস উপেক্ষা করে মেলায় দর্শনার্থী সমাগমে খুশি পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোও। তাদের প্রত্যাশা, একটা ভালো সাড়া নিয়ে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শেষ করতে পারবেন।

ক্রেতা সমাগমে সন্তুষ্ট এক ক্রেতা বলেন, ‘সাধারণত শুক্রবারে মেলা জমজমাট হয়। তাই আমরা আশা করছি আসন্ন দিনগুলোয় মেলা আরও জমে উঠবে।’

এবার মেলায় দেশি-বিদেশি ৩৩১টি স্টল প্যাভিলিয়ন রয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!