টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল চ্যাম্পিয়ন কুমিল্লা
<![CDATA[
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এ ম্যাচে টস জিতে নুরুল হাসান সোহানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা।
কুমিল্লা ও রংপুর, দুদলের একাদশই তারকা খেলোয়াড়ে ভরপুর। দেশের সেরা ব্যাটার লিটন দাস প্রত্যাশিতভাবে সুযোগ পেয়েছেন কুমিল্লার একাদশে। তার সঙ্গী হিসেবে আরও আছেন ইংল্যান্ডের দাভিদ মালান, ইমরুল কায়েস, মোহাম্মদ নবি, খুশদিল শাহের মতো ক্রিকেটাররা। সেরা পেসার মুস্তাফিজুর রহমানও এই দলে।
অন্যদিকে রংপুরের একাদশে রয়েছেন শোয়েব মালিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার, টি-টোয়েন্টির পরীক্ষিত অলরাউন্ডার তিনি। সিকান্দার রাজা তো পার করছেন নিজের সেরা সময়। তিনিও সুযোগ পেয়েছেন রংপুরের একাদশে। আছেন বেনি হাওয়েলের মতো তারকা, গত মৌসুমে যিনি আলো ছড়িয়েছিলেন স্বমহিমায়।
কুমিল্লা একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, দাভিদ মালান, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, সৈকত আলি, মুস্তাফিজুর রহমান, আশিকুর জামান, মোহাম্মদ নবি, খুশদিল শাহ ও ফজলহক ফারুকি।
আরও পড়ুন: বাংলাদেশসহ ১৫ দেশে দেখা যাবে বিপিএল
রংপুর একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, শোয়েব মালিক, রনি তালুকদার, সিকান্দার রাজা, মেহেদী হাসান, বেনি হাওয়েল, হাসান মাহমুদ, রবিউল হক, রাকিবুল হাসান ও আজমতউল্লাহ ওমরজাই।
]]>