মেয়াদ শেষ হওয়ার একদিন আগেও আ.লীগ ক্ষমতা ছাড়বে না: কামরুল ইসলাম
<![CDATA[
মেয়াদ শেষ হওয়ার একদিন আগেও আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কামরুল ইসলাম বলেন, দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র এবার কাজে আসবে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তপ্ত রাজনীতির মাঠ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একের পর এক কর্মসূচি দিচ্ছে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো। দিচ্ছে সরকার হটানোর হুঁশিয়ারিও।
এ অবস্থায় কামরুল ইসলাম বলছেন, মেয়াদ শেষের একদিন আগেও ক্ষমতা ছাড়বে না বর্তমান সরকার। অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, সাংবিধানিকভাবেই হবে আগামী জাতীয় নির্বাচন।
আরও পড়ুন: বিএনপির গণঅবস্থানে সতর্ক থাকবে আ. লীগ: কাদের
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বর্তমান বিচার ব্যবস্থায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই। মির্জা ফখরুলের জামিনে আইনের কিছুটা ব্যত্যয় ঘটার কারণে বিষয়টি আপিল বিভাগে গিয়েছে।
আইনি প্রক্রিয়াতেই বিএনপি নেতাদের জামিন নিতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
]]>