মানিকগঞ্জে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু
<![CDATA[
মানিকগঞ্জের সিঙ্গাইরে শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে কমলা বেগম (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় আগুন পোহানোর সময় গায়ের বোরকায় আগুন লেগে তিনি দগ্ধ হন। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। মৃত কমলা বেগম সিঙ্গাইর উপজেলার আজিমপুর গ্রামের মৃত গোপাল খা’র স্ত্রী।
মৃতের ছোট ভাই ফজলুল হক জানান, সন্ধ্যার পর কমলা বেগম তার নিজ ঘরে আগুন পোহাতে শুরু করেন। আগুন পোহানোর সময় হঠাৎ বোরকায় আগুন ধরে যায়। গা থেকে বোরকা খুলতে না পারায় পুরো গায়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে দৌড়ে তিনি ঘর থেকে বাড়ির উঠানে চলে আসেন। ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বসতঘরের আগুনে পুড়ে প্রাণ গেল ১০৫ বছরের বৃদ্ধার
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে রাত ১০টার দিকে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে অগ্নিদগ্ধে মৃত কমলা বেগমের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান তার ছোট ভাই ফজলুল হক।
]]>




