‘আন্ডারগ্রাউন্ড শহর থাকায় বাখমুত অবশ্যই দখল করতে হবে’
<![CDATA[
মার্সেনারি গ্রুপ ওয়েগনারের প্রতিষ্ঠাতা সম্প্রতি বাখমুতের বিষয়ে এক চমকপ্রদ তথ্য হাজির করেছেন । শনিবার (৭ জানুয়ারি) তিনি দাবি করেছেন, ‘বাখমুতে আন্ডারগ্রাউন্ড শহর রয়েছে। যেখানে সৈন্য এবং ট্যাংকসহ সমরাস্ত্র লুকিয়ে রাখা যায়। তাই যে কোনো মূল্যে বাখমুত দখল করতে হবে।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, প্রায় পাঁচ মাস ধরে রাশিয়ার সৈন্যর ইউক্রেনীয় শহর বাখমুত দখল করার চেষ্টা করে যাচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনোভাবেই শহরটির নিয়ন্ত্রণ ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে কেড়ে নেয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি রাশিয়ার সমরবিদ তো বটেই বিশ্বের বিভিন্ন দেশের সমরবিদদেরও আশ্চর্য করেছে।
আরও পড়ুন: ইউক্রেনে আরও ৫ লাখ সৈন্য মোতায়েনের পরিকল্পনা রাশিয়ার
ওয়েগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন কেন বাখমুত দখল করা জরুরি তার বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ইউক্রেনীয়দের জন্য সোলেদার এবং বাখমুত শহরের খনিগুলো আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। কারণ, সেগুলো মূলত আন্ডারগ্রাউন্ড শহরের টানেল নেটওয়ার্ক। ভূপৃষ্ঠ থেকে ৮০ থেকে ১০০ মিটার গভীরে অবস্থিত এই শহরে কেবল মানুষ থাকতে পারে তাইই নয়, সেখানে ট্যাংক এবং পদাতিক যুদ্ধের জন্যও প্রয়োজনীয় যানবাহন চলাচল করতে পারে।’
প্রিগোজিন দাবি করেছেন, এই আন্ডারগ্রাউন্ড শহরে প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই গোলাবারুদ মজুত করা হতো। নিজেরে বক্তব্যের প্রমাণ হিসেবে তিনি বলেন, এসব শহরে লবণ এবং অন্যান্য পদার্থের খনিসহ বিভিন্ন খনির অন্তত ১৬৫ কিলোমিটার টানেল এবং একাধিক বড় আকারের কামরা রয়েছে। স্বাভাবিক সময়ে সেখানে ফুটবল ম্যাচেরও আয়োজন করা সম্ভব হতো।
]]>