নেত্রকোনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে
<![CDATA[
সারা দেশের ন্যায় নেত্রকোনায়ও জেঁকে বসেছে শীত। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। মানুষের চলাচল হয়ে পড়েছে কষ্টসাধ্য।
রোববার (৮ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত জেলায় তাপমাত্রা থাকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে বলে জানায় আবহাওয়া অফিস।
জানা গেছে, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে গ্রামের মানুষ। কনকনে বাতাসে ১০ উপজেলায় দরিদ্র লোকজন বেশি ভুগছেন। ঘন কুয়াশার কারণে সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি বললেই চলে। দুপুরের আগে উঁকি দেয় সূর্য। হাড় কাঁপানো শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। শহরেও চলাচল অনেক কমে গেছে।
আরও পড়ুন: বেড়েছে রাত-দিনের তাপমাত্রা, কমেনি ভোগান্তি
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, ১০ উপজেলার শীতার্তদের মধ্যে ৪৪ হাজার ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও দেয়া হবে।
]]>