খেলা

বিদ্যুতের দাম ১৫.৪৩ শতাংশ বাড়ানোর সুপারিশ বিইআরসি কারিগরি কমিটির

<![CDATA[

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি।

রোববার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি শুরু করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গণশুনানিতে অংশ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও নেসকো। তারা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক শূন্য ৮ থেকে ২৭ দশমিক ৪৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের পক্ষে নানা যৌক্তিকতা তুলে ধরে।

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ালে বিতরণ কোম্পানি ক্ষতি সম্মুখীন হবে বলেও দাবি করছে কর্তৃপক্ষ।

এসময় বিইআরসি কারিগরি কমিটি প্রতি কিলোওয়াট বিদ্যুতের খুচরা দাম ১ টাকা ১০ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। সেই হিসাবে খুচরা বিদ্যুৎতের দাম গড়ে ৭ দশমিক ১৩ পয়সা থেকে বাড়িয়ে ৮ দশমিক ২৩ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: বিদ্যুতের দাম ২৭.৪৮ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা

তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বিতরণকারী সংস্থার প্রস্তাবের যৌক্তিকতা যাচাই বাছাইয়ের পাশাপাশি অংশীজনদের মতামতের ভিত্তিতে দাম বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হবে। বিইআরসি আইন-২০০৩ এর ৫৪ ধারায় আমাদের ভোক্তার যে সব অভিযোগ, তা নিষ্পত্তির সুযোগ রয়েছে।

এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে ক্যাব বলছে, এটা মূল্যস্ফীতিকে উসকে দেবে।

ক্যাবের সভাপতি ড. শামসুল আলম বলেন, বিতরণ প্রতিষ্ঠানগুলো তাদের ইচ্ছামাফিক মুনাফা করার জন্য বিদ্যুতের দাম বাড়াতে চাচ্ছে।

এর আগে গত ২১ নভেম্বর পাইকারি পর্যায়ে বিতরণ কোম্পানির জন্য বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়িয়ে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এরপর খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আবেদন করে ৫ প্রতিষ্ঠান। তাদের দাবি, পাইকারি পর্যায়ে বাড়ানোর পর খুচরায় বিদ্যুতের দাম না বাড়ালে তারা লোকসানের মুখে পড়বেন।

সবশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!