শ্রীলঙ্কার জালে ১৪ গোল জড়িয়ে সেমিতে বাংলার যুবারা
<![CDATA[
জুনিয়র এএইচএফ কাপ হকিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে যুবারা।
শনিবার (০৭ জানুয়ারি) ওমানে চলমান জুনিয়র এএইচএফ কাপ হকিতে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেন আমিরুল ইসলাম। এর আগে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৪-০ গোলে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।
মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ হকি দল। সাত মিনিটেই লিড নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে ফিল্ড গোল করেন মোহাম্মদ জয়। ঠিক পাঁচ মিনিট পর ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ হাসান। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ হয় প্রথম কোয়ার্টার।
আরও পড়ুন: হংকংকে উড়িয়ে দিল বাংলাদেশ
দ্বিতীয় কোয়ার্টারের প্রথম তিন মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল কোরে হ্যাটট্রিক করেন আমিরুল। এরপর ম্যাচের ২১ মিনিটে আলি মোহাম্মদ, ২৪ ও ২৭ মিনিটে জোড়া গোল করেন মোহাম্মদ হোসেন। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার মিলে ৮-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় তারা। তৃতীয় কোয়ার্টারে পাঁচ গোলে লিড নেয় বাংলার যুবারা। চতুর্থ এবং শেষ কোয়ার্টারে একটি গোল করে ১৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে কোর্ট ছাড়ে বাংলাদেশ।
আরও পড়ুন: আইএলটি-২০ খেলতে মুখিয়ে আমিরাতের ক্রিকেটাররা
তাতে টানা দুই ম্যাচে জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয়া অন্য দল উজবেকিস্তান। ৯ জানুয়ারি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে তাদের মোকাবিলা করবে বাংলার যুবারা। আট দলের এ টুর্নামেন্টের সেরা পাঁচ দল খেলবে জুনিয়র এশিয়া কাপে। এশিয়া কাপের সেরা তিনটি দল উঠবে জুনিয়র বিশ্বকাপ হকির চূড়ান্ত পর্বে।
]]>




