নড়াইলে চলছে ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা’
<![CDATA[
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী স্মরণে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে শুরু হলো ১৪ দিনব্যাপী ‘সুলতান মেলা’।
শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে মেলার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রশিদ।
মেলার প্রথম দিনেই কনকনে শীত উপেক্ষা করে নানা বয়সের দর্শনার্থীর ব্যাপক সমাগম ঘটেছে। যেন নারী-পুরুষ ও শিশুদের মিলন মেলায় পরিণত হয়েছে।
লোকজ সংস্কৃতির এই মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সুলতান স্বর্ণপদক প্রদান ও সুলতানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা। আগামী ২০ জানুয়ারি মেলা শেষ হবে।
আরও পড়ুন: তীব্র শীতে বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহ শাল-ব্লেজারে
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই মেলায় প্রতিদিন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটবে। মেলায় গ্রামীণ কুঠির শিল্পসহ বিভিন্ন পণ্যের শতাধিক স্টল বসেছে।
আরও পড়ুন: বাণিজ্য মেলা জমজমাট হবে, আশা ব্যবসায়ীদের
সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, মেলাকে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। মেলার প্রথম দিন থেকেই সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটছে।
]]>




