আরও ৩ জঙ্গিকে গ্রেফতারের পর নতুন তথ্য দিল পুলিশ
<![CDATA[
বান্দরবানের দুর্গম পাহাড়ে দিন দিন বাড়ছে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার দৌরাত্ম্য। পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে আরও ৩ জঙ্গি। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় মাথা চাড়া দিয়ে উঠেছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া। তাদের অবস্থান শনাক্তে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিএমপির সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছে এসব অস্ত্র, গুলি, বিস্ফোরক সরবরাহের আগেই তাদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জঙ্গি গ্রেফতার
মো. আসাদুজ্জামান বলেন, বড় ড্রাম ভর্তি অস্ত্র এবং বিস্ফোরক সেই নাইক্ষ্যংছড়ি পাহাড়ে মাটির নিচে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১ রাউন্ড রাইফেলের গুলি যেটা চাইনিজ রাইফেল অথবা একে-৪৭ গুলিতে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে যে এই চালানের মধ্যে এ ধরনের অস্ত্র আসছে নাহলে এ ধরনের গুলি থাকার কথা না। আইএডি প্রস্তুত করার জন্য যেসব সামগ্রী দরকার সেরকম বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যাদিও সেই ড্রামের মধ্য পাওয়া গেছে।
তবে, জঙ্গিরা কোত্থেকে এসব সংগ্রহ করতো, সেই উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
তিনি আরও বলেন, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হচ্ছে। সেখান থেকে রিমান্ডে নিয়ে অবশ্যই আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাব বলে আমরা আশা করছি।
গ্রেফতার কবির আহম্মেদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা ছিলো বলে জানিয়েছে ডিএমপি।
]]>




