খেলা
১০ জানুয়ারি: নামাজের সময়সূচি
<![CDATA[
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। তবে যতই ব্যস্ততা থাকুক, ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নেয়া উচিত।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-
জোহর: ১২:০৯ মিনিট।
আসর: ৩:৫৩ মিনিট।
মাগরিব: ৫:৩২ মিনিট।
ইশা: ৬:৪৯ মিনিট।
ফজর: ৫:২৩ (১১ জানুয়ারি)
বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে-
বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম: -০৫ মিনিট
সিলেট: -০৬ মিনিট
আরও পড়ুন: পূর্ণ কোটাই পেল বাংলাদেশ
যোগ করতে হবে-
খুলনা: +০৩ মিনিট
রাজশাহী: +০৭ মিনিট
রংপুর: +০৮ মিনিট
বরিশাল: +০১ মিনিট
]]>




