”সেভ লাইফ” রক্তদান সংগঠন এর ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেভ লাইফ এর কর্যনির্বাহী সদস্য সুমন মাহমুদ প্রদান অতিথি হিসেবে ছিলেন উদ্যোক্তা, ডিজিটাল সেন্টার, ৩নং জমুরুয়া ইউনিয়ন পরিষদের জনাব, মোহাম্মদ সোলাইমান ।
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, ডা. বিমল মজুমদার,জনাব রাজন পাটোওয়ারী এম হাসাইন, জনাব আব্দুর রব, জনাব ডা,আক্তার হোসেন সোহাগ, জনাব ডা.আব্দুল্লাহ আল সুমন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী সদস্য আব্দুল আলী ও আবদুল্লাহ আল তানিম এর স্বাগত বক্তব্য এবং মেহেদী হাসান হৃদয় এর সর্বিক তত্তাবধানে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব, ডা. বিমল মজুমদার, বলেন সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সংগঠনের সকলের জন্য চিকিৎসা সেবায় সর্বোচ্চ সহযোগিতা করবে তার প্রতিষ্ঠান । অন্যান্য অতিথি বৃন্দ সংগঠনের শুভকামনা জানিয়েছেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে সেভ লাইভ অক্সিজেন সেবার উদ্ভোধন করা হয় । যেখানে এলাকার চেয়ারম্যান জনাব, মো: সাখাওয়াত হোসেন ও রাজন পাটোয়ারী সাহেব সংগঠনের জন্য ও মানব সেবার জন্য একটি অক্সিজেন সিলেন্ডার উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন ।
অপর এক বক্তব্যে বলা হয় সম্পূর্ণ ফ্রীতে কভিড-১৯ আক্রান্ত মুমূর্ষ রোগীদের জন্য যে কেউ ব্যবহার করতে পারবে বলে জানান সংগঠনের সদস্যরা ।
শেষ পর্যায়ে কেক কাটা, বৃক্ষ রোপন ও মাস্ক বিতরন করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।