কক্সবাজারে দুই নদীতে ভেসে উঠল ৩ মরদেহ
<![CDATA[
কক্সবাজারের টেকনাফের নাফ নদী ও ঈদগাঁও নদীতে ভেসে ওঠা তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফের নাফ নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টার দিকে ঈদগাঁও নদী থেকে শাহাব উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
শাহাব উদ্দিন ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের বাসিন্দা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, শাহাব উদ্দিন পেশায় দিনমজুর। লবণের মাঠের কাজ শেষে রাতে বাড়ি ফিরে বাথরুমের উদ্দেশে বের হন। পরে আর ঘরে ফেরেননি তিনি। সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। বিষয়টি নিয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো আহত ব্যক্তি
অপরদিকে স্থানীয়দের দেয়া তথ্যমতে, টেকনাফের জাদিমুরার নাফ নদীর মোহনা থেকে বস্তাবন্দি দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
]]>