ট্রেন থেকে পড়ার ৫ দিন পর মারা গেল সেই কিশোর
<![CDATA[
দিনাজপুরের হাকিমপুরে ট্রেন থেকে পড়ে আহত কিশোর আরিফুল ইসলাম (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (১১ জানুয়ারি) বিকেলে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরিফুল ইসলাম দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার চকচকা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
সময় সংবাদকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য রবিউল ইসলাম। অজ্ঞাত অবস্থায় ভর্তি আরিফুলের দায়িত্ব নিয়েছিলেন এই পুলিশ সদস্য।
আরও পড়ুন: তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
এর আগে গত শনিবার (৭ জানুয়ারি) বিকেলে হিলি স্টেশন থেকে কিছু দূর সামনে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী চলন্ত রুপসা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যায় ওই কিশোর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দিনই তাকে দিনাজপুর হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।
ওইদিন তাকে নিয়ে সময় টিভির অনলাইনে একটি সংবাদ প্রচার হয়। ঘটনার একদিন পর রোববার (১২ জানুয়ারি) সময় টিভির সংবাদ দেখে তার পরিবার হাসপাতালে যোগাযোগ করে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
নিহত কিশোর আরিফুলের চাচা রশিদুল ইসলাম জানান, শনিবার বন্ধুদের সাথে ঘুরতে বের হয় আরিফুল। তবে তার বন্ধুরা বাড়িতে ফিরলেও আরিফুল আর বাড়িতে ফেরেনি। নিখোঁজ হওয়ার পরের দিন পরিবারের লোকজন সময় টিভির অনলাইনে প্রচারিত সংবাদ দেখে সবাই দিনাজপুরে মেডিকেলে যায়। কিন্তু শেষ পর্যন্ত আরিফুলকে আর বাঁচাতে পারেননি স্বজনরা।
]]>