বিনোদন

ভরা মৌসুমেও খুলনায় কমেছে সবজির সরবরাহ, বেড়েছে দাম

<![CDATA[

শীতের ভরা মৌসুমেও খুলনায় কমেছে সবজির সরবরাহ। এতে বাড়ছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে পাইকারি বাজারে প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত।

সোনাডাঙ্গার খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাইকারি কাঁচাবাজার। টাটকা সবজি কিনতে এখানে ভিড় করেন দূর-দূরান্তের ব্যবসায়ী, পাইকার ও খুচরা ক্রেতারা। প্রতিদিন ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরব হয়ে ওঠে বাজারের পরিবেশ।

এবার শীতের শুরুতেও ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, লাউসহ অন্যান্য শাকসবজির সরবরাহ ভালো ছিল। তবে এখন সবজির ভরা মৌসুমে কমতে শুরু করেছে সরবরাহ। ফলে বাড়ছে দাম।

আরও পড়ুন: রমজানে নিত্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতেই সবজির সরবরাহ বেশি থাকায় অধিকাংশ ক্ষেতই ফাঁকা হয়ে গেছে। সেই সঙ্গে তীব্র শীতের কারণে বাড়ছে না ফলনও।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে সরজমিন বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ফুলকপি ১২ থেকে ১৫ টাকা, শিম ৯ থেকে ১২ টাকা, পেঁয়াজের কলি ৬ থেকে ১০ টাকা, টমেটো ২০ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া মিষ্টিকুমড়া ১০ থেকে ১৬ টাকা, উস্তে ৫০থেকে ৬০ টাকা, লালশাক ১৮  থেকে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে সবজির সরবরাহ কম জানিয়ে খুলনার আইজগাতী এলাকার মো. রুবেল তালুকদার বলেন, শীতের প্রথম দিকে বাজারে সবজির বেশ সরবরাহ থাকলেও এখন কিছুটা কমেছে।

তিনি আরও বলেন,পদ্মা সেতু দিয়ে অনেকে সরাসরি ঢাকায়ও পণ্য নিয়ে যাচ্ছে। ফলে বাজারে সবজি কম আসছে। যার প্রভাব দামে পড়ছে।

আরও পড়ুন: এক বছরে টিসিবির পণ্য বিতরণে ৫২০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

তবে দ্রুতই সবজির সরবরাহ বাড়ার আশা প্রকাশ করেন কেসিসি পাইকারি কাঁচাবাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এএনএম মইনুল ইসলাম নাসির। সেই সঙ্গে শিগগিরই সবজির দাম কমার কথাও জানান তিনি।

বাজারটিতে প্রতিদিন কোটি টাকার সবজি কেনাবেচা হয় জানিয়ে মইনুল ইসলাম বলেন, এখানে প্রায় প্রতিদিন ৫ থেকে ৬ কোটি টাকার সবজি কেনাবেচা হয়। দক্ষিণ ও উত্তরাঞ্চলের প্রায় ৩০টি জেলার সবজি এখানে আনা-নেয়া হয়।

খুলনা সিটি করপোরেশন পরিচালিত পাইকারি কাঁচাবাজারটিতে দেড় শতাধিক আড়তদার রয়েছেন বলেও জানান তিনি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!