বাইডেনের বাড়ির গ্যারেজ থেকে পাওয়া যায় দ্বিতীয় দফার নথি
<![CDATA[
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে দ্বিতীয় দফায় উদ্ধারকৃত নথিগুলো পাওয়া গেছে তার গ্যারাজ থেকে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেনের ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ির গ্যারাজ থেকে নথিগুলো উদ্ধার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর, এর আগে দ্বিতীয় দফ নথিগুলো পাওয়া যাওয়ার বিষয়টি জানানো হলেও বাইডেনের বাড়ির ঠিক কোন অংশ থেকে সেগুলো উদ্ধার করা হয়েছিল তা জানানো হয়নি।
এই বিষয়ে এক বিবৃতিতে বাইডেনের বিশেষ কৌঁসুলি রিচার্ড সোবার বলেছেন, ‘আইনজীবীরা সেখান থেকে ওবামা-বাইডেন প্রশাসনের অল্প কিছু গোপনীয় অতিরিক্ত নথি উদ্ধার করেছেন।’ তিনি আরও বলেছেন, প্রাপ্ত এসব নথির একটি বাদে বাকি সবগুলোই পাওয়া গেছে প্রেসিডেন্ট বাইডেনের উইলমিংটনের বাড়ির গ্যারাজের ভাঁড়ার থেকে। এক পাতার একটি নথি পাওয়া যায় ভাঁড়ার সংলগ্ন আরেকটি কামরা থেকে।’
আরও পড়ুন: দ্বিতীয় ধাপে মিলল বাইডেনের গোপন নথি
রিচার্ড সোবার বলেছেন, এসব নথি যেন যথাযথভাবে হস্তান্তর করা হয় সে বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণভাবে সহায়তা করে যাচ্ছে।
এর আগে, প্রথম ধাপে তালাবদ্ধ আলমারি থেকে প্রায় ১০টি গোপনীয় সরকারি নথি পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই পেন বাইডেন সেন্টারে পাওয়া গোপন নথির তদন্ত করছে। মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে অফিস খালি করার সময় বাইডেনের ব্যক্তিগত অ্যাটর্নিরা নথিগুলো আবিষ্কার করেন।
এদিকে, নিজের অফিস থেকে উদ্ধার হওয়া ওই নথিগুলো নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন, তার এক সময়কার ব্যক্তিগত কার্যালয় থেকে যেসব গোপন নথি উদ্ধারের কথা বলা হচ্ছে, সেগুলোতে আসলে কী আছে, তা তিনি জানেন না। মেক্সিকো সফরকালে মঙ্গলবার (১০ জানুয়ারি) এক সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।
]]>




