চট্টগ্রামে ভালো উইকেট দেখছেন এবাদত
<![CDATA[
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর চলছে সমালোচনার বোঝা কাঁধে নিয়েই। ঢাকা পর্ব শেষ করে এখন প্রথম পর্বের খেলা গড়িয়েছে চট্টগ্রামে। সেখানকার উইকেটকে ব্যাটিং বান্ধব হিসেবে দেখছেন পেসার এবাদত হোসেন। তাই বোলারদের ভালো করার জন্য দক্ষতার ওপর গুরুত্ব দিতে বললেন তিনি।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেই ম্যাচে নিজেদের কিছুটা এগিয়ে রেখেছেন বরিশালের বোলার এবাদত হোসেন। ব্যাটিংয়ের যে সুবিধা পাওয়া যাবে উইকেট থেকে সেটিকে বরিশাল কাজে লাগাতে পারবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: বিপিএলের সমাপনী অনুষ্ঠানে জমকালো আয়োজন
গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফরচুন বরিশালের পেসার এবাদত হোসেন বলেন, ‘গত আসরগুলোর চেয়ে চট্টগ্রামের উইকেটকে সবচেয়ে ভালো মনে হচ্ছে। এই জায়গায় ভালো কিছু করতে হলে দক্ষতা অনুযায়ী সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করতে হবে। তবে ব্যাটসম্যানরা এখান থেকে ভালো কিছু করতে পারবে। আমি আশা করছি সে অনুযায়ী বরিশাল এগিয়ে থাকবে।’
আরও পড়ুন: বিপিএল: চট্টগ্রাম পর্বের খেলার সূচি
বিপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। সিলেটের বিপক্ষে হেরে আসর শুরুর পর সবশেষ ম্যাচে রংপুরকে হারিয়ে জয়ে ফিরেছেন সাকিবরা। এবার স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানোর চ্যালেঞ্জ সাকিব-এবাদতদের সামনে।
]]>




