আল কায়েদার নেতৃত্বে এখন কে?
<![CDATA[
মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়েদার সাবেক প্রধান আয়মান আল-জাওয়াহিরির উত্তরসূরী কে, অর্থাৎ আল কায়েদার বর্তমান নেতৃত্ব কার হাতে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
আল কায়েদার নেতৃত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে ইউএস ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক ক্রিস্টিন আবিজেইদ বলেন, জাওয়াহিরির অনুসারী কে হচ্ছেন- আল কায়েদা তার নিজের জন্যই এটি খোলাসা করেনি। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গত বছরের ৩১ জুলাই আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের এক হামলায় নিহত হন আল কায়েদার সাবেক শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি। এরপর থেকেই কার্যত নেতৃত্বশূন্য রয়েছে এই জঙ্গি সংগঠনটি।
যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন জাওয়াহিরি। ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ (ইফসাস) জানায়, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের আগ পর্যন্ত তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সুরক্ষায় পাকিস্তানেই বাস করছিলেন।
আরও পড়ুন : মার্কিন হামলায় এক দশকে আল কায়েদার শীর্ষ যারা নিহত
এখানে উল্লেখ্য যে, মিসরীয় স্পেশাল ফোর্সের প্রাক্তন কর্মকর্তা সাইফ আল-আদেল আল কায়েদার একজন উচ্চ-পদস্থ সদস্য। বিশেষজ্ঞদের অনুমান, তিনিই জাওয়াহিরির অনুসারীদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন।
রয়টার্স জানিয়েছে, আদেলকে গ্রেফতারে তার ব্যাপারে তথ্য দিতে ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তা আবিজেইদ মার্কিন যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার হুমকির বিষয়েও সতর্ক করেছেন। তার কথায়, যুক্তরাষ্ট্র একটি ‘অচিন্তনীয়’ পরিবেশের মুখোমুখি। আমেরিকানদের অবশ্যই আল কায়েদা এবং ইসলামিক স্টেটের মতো বিদেশি চরমপন্থী সংগঠনগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে। অনলাইন পরিবেশে বেশিরভাগ চরমপন্থী ঘটনাগুলো ঘটছে।
আরও পড়ুন : যেভাবে আল কায়েদার ‘স্তম্ভ’ হয়েছিলেন জাওয়াহিরি:
আবিজেইদের মন্তব্যে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একটি সাম্প্রতিক মূল্যায়নেরই বার্তা ফুটে উঠেছে। গত নভেম্বরে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট বলেছিল, যুক্তরাষ্ট্রে হুমকির পরিবেশ সামনের মাসগুলোতে বৃদ্ধি পাবে। একক হামলাকারী কিংবা উগ্র মতাদর্শে বিশ্বাসী গ্রুপগুলো হুমকি তৈরি করবে।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে আল কায়েদা জাওয়াহিরির ৩৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছিল। তাদের দাবি ছিল- ওই ভিডিও রেকর্ড জাওয়াহিরির নিজের। যদিও গত জুলাই মাসেই মার্কিন হামলায় তার মৃত্যুর হয়েছে বলে দাবি করা হয়েছে।
]]>