ধর্ষণের ছয় অভিযোগ থেকে মুক্ত বিশ্বকাপজয়ী বেঞ্জামিন মেন্দি
<![CDATA[
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দির বিরুদ্ধে সাত নারীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছিল। এমন অভিযোগের ভিত্তিতে যে মামলাগুলো করা হয়েছিল, সেগুলোর মধ্যে ছয় ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত করা হয়েছে মেন্দিকে।
শুক্রবার (১৩ জানুয়ারি) ইংল্যান্ডের চেস্টার ক্রাউন আদালতে জুরি বোর্ডের রায়ে ছয়টি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলায় থেকে মুক্তি দেয়া হয় বেঞ্জামিন মেন্দিকে। তবে জুরি বোর্ড একটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের মামলায় কোনো রায় দেয়নি।
আরও পড়ুন: জামিনে মুক্তি পেলেন ধর্ষণে অভিযুক্ত লামিচানে
২০২১ সালের আগস্টে মেন্দির বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ আনা হয় চেশায়ারে। তখন থেকেই পুলিশি হেফাজতে নেয়া হয় মেন্দিকে। হেফাজতে থাকাকালীন আরও দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়। আর ২০২২ সালে আরেক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।
এদিকে ছয় অভিযোগ থেকে যখন মেন্দিকে জামিন দেয়া হয় তখন তিনি হাত দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে। ছয় মামলা থেকে মুক্তি পেলেও ২০১৮ সালে ২৯ বছর বয়সী এক নারীকে যৌন হেনস্তা এবং ২০২০ সালের অক্টোবরে ২৪ বছর বয়সী আরেকজনকে ধর্ষণের অভিযোগের বিষয়ে কোনো রায় দেয়া হয়নি।
আরও পড়ুন: কারামুক্ত হলেন ধর্ষণে অভিযুক্ত ফুটবলার
ম্যানচেস্টার সিটির হয়ে বেঞ্জামিন মেন্দি জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা। ধষর্ণের অভিযোগ ওঠার সঙ্গেই মেন্দিকে বহিষ্কার করেছিল সিটি। ফ্রান্সের হয়ে ১০ ম্যাচ খেলা এই ফুটবলার ২০১৮ সালে পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ।
]]>




