ফেনীতে বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, এস্কুফ সিরাপসহ চিহৃত মাদক বিক্রেতা গ্রেপ্তার
মো: মিজানুর রহমান (পলাশ)
ফেনীতে বিপুল পরিমান গাঁজা, ইয়াবা, এস্কুফ সিরাপসহ চিহৃত এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশনের সামনে থেকে ২২ কেজি গাঁজা, ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ বোতল এস্কুফ সিরাপসহ মাদক বিক্রেতা মো. জুয়েল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃত মো. জুয়েল হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার মথুরাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক, স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সোমবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারস্থ এস রহমান ফিলিং এন্ড সিএনজি স্টেশনের সামনে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে মাদক বিক্রেতা মো. জুয়েল হোসেনকে আটক করে। এসময় তার হাতে থাকা ২টি প্লাস্টিকের বস্তার ভিতরে লুকানো অবস্থায় ২২ কেজি গাঁজা, ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ বোতল এস্কুফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৫৯ হাজার টাকা।
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে র্যাবকে জানায়, দীর্ঘদিন ধরে সে সুকৌশলে কুমিল্লা এলাকা থেকে বিভিন্ন ধরণের মাদক দ্রব্য সংগ্রহ করে ফেনী ও আশপাশের জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছিলো।
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টির অধিক মামলা রয়েছে। মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত মালামালসহ আসামীকে হস্তান্তরের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।