বাংলাদেশ

পাঁচ বছরেও মৃত্যু রহস্যের কূলকিনারা মেলেনি নোভার!

<![CDATA[

হলিউডের সুন্দরী মডেল অলিভিয়া নোভা মাত্র ২০ বছরেই না ফেরার দেশে পাড়ি জমান। লাস ভেগাসের নিজ বাসা থেকে পাওয়া যায় তার অর্ধনগ্ন মরদেহ। পাঁচ বছর আগে ঘটে যাওয়া সে মৃত্যু রহস্যের আজও কূলকিনারা মেলেনি।

ঘটনাস্থল পরিদর্শন করে আমেরিকান পুলিশ জানায়, যে অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে, তাতে অভিনেত্রীর মৃত্যু তাদের কাছে স্বাভাবিক মনে হয়নি।

ময়নাতদন্তের রিপোর্ট বলছে, ২০১৮ সালের ৭ জানুয়ারি সুন্দরী এ অভিনেত্রীর মৃত্যুর ১২ ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। নোভার বন্ধুবান্ধব বলছে, ২০১৬ সালে এক বন্ধু এবং ২০১৭ সালে প্রেমিকের আত্মহত্যার পর মানসিকভাবে ভেঙে পড়ে নোভা।

একাকিত্ব আর বিষাদ থেকে নাম লেখান নীল ছবিতে। মাদক নিতেও শুরু করেন। এরপর থেকে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। বিভিন্ন ধরনের রোগ শরীরে বাসা বাঁধতে থাকে নোভার। কিডনিতে সমস্যাসহ মূত্রনালিতেও সংক্রমণ দেখা দেয়। চিকিৎসকরা তাকে জীবনযাপনে পরিবর্তন আনার পরামর্শও দেন।

আরও পড়ুন: এবার রুপালি পর্দায় কে ব্যাটম্যান, জানালেন পরিচালক

কাছের মানুষদের জন্য ধীরে ধীরে পরিবর্তনও আনতে শুরু করেন তিনি। কিন্তু এরপরই রহস্যময় মৃত্যু ঘটে তার। পুলিশ তার মৃত্যুকে অস্বাভাবিক বললেও ময়নাতদন্তের রিপোর্টে নোভার মৃত্যুকে স্বাভাবিক দেখানো হয়। ওই রিপোর্টে বলা হয়, মূত্রনালিতে সংক্রমণের কারণেই তার মৃত্যু হয়েছে।

অথচ নোভার পরিবারের দাবি নীল ছবির দুনিয়া থেকে ফিরে আসতে চাওয়াতেই রহস্যময় মৃত্যু ঘটে নোভার। পাঁচ বছর পেরিয়ে গেলেও সে মৃত্যুর রহস্য আজও ভেদ করতে পারেনি কেউ। তাই কীভাবে মৃত্যু হলো অলিভিয়ার? এই প্রশ্নের উত্তর ঘিরে ধোঁয়াশা রয়ে গেছে আজও।

সূত্র: আনন্দবাজার

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!