রংপুর শিবিরে যোগ দিলেন পাকিস্তানের অলরাউন্ডার
<![CDATA[
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চট্টগ্রামে রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামে এসে পৌঁছান এ ক্রিকেটার।
দলের সঙ্গে নেওয়াজের যোগ দেয়ার ব্যাপারটি এক ফেসবুক বার্তায় জানিয়েছে রংপুর। বিপিএলে তাদের পরের ম্যাচ খুলনা টাইগার্সের বিপক্ষে, ১৭ জানুয়ারি। ওই ম্যাচের একাদশেই দেখা যেতে পারে নেওয়াজকে।
আরও পড়ুন: জাকেরের আউট নিয়ে বিসিবির অদ্ভুত ব্যাখ্যা
এবারের আসরে রংপুর এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে। যেখানে এক হারের বিপরীতে আছে ২টি জয়। সবশেষ ম্যাচে খুলনার বিপক্ষে জিতেছিল রংপুর। ওই ম্যাচে দলীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন পাকিস্তানের আরেক অলরাউন্ডার শোয়েব মালিক। এদিন ৪ উইকেটে জয় পায় রংপুর। জহুর আহমেদ স্টেডিয়ামে শুরুতে খুলনাকে ১৩০ রানে গুটিয়ে দেয় রংপুর। লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়লেও শেষদিকে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবিউল হক।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৮ রান তুলতেই তিন টপঅর্ডার ব্যাটারকে হারিয়ে বসে খুলনা। ৪ বলে মাত্র ১ রান করে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ক্যাচ তুলে দেন বোলার আজমাতুল্লাহ ওমরজাইয়ের হাতে। শারজিল খান হাত খুলে খেলার চেষ্টা করলেও ওমরজাইয়ের সুইংয়ে কাবু হয়ে তাকে সাজঘরে ফিরতে হয়। চাপে পড়া দলকে লড়াইয়ে ফেরাতে চতুর্থ উইকেটে ইয়াসির আলীকে নিয়ে জুটি গড়ে তোলেন আজম খান। তাদের ৫৮ রানের জুটি এসে ভাঙেন রবিউল হক। রবিউল তার একই ওভারে ইয়াসিরের পাশাপাশি তুলে নেন সাব্বির রহমানের উইকেটও।
আরও পড়ুন: তিন নম্বরই পছন্দের স্থান আফিফের
তাদের বিদায়ের পর সাজঘরের পথ ধরেন আজম খানও। ফলে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে পড়ে খুলনা। সপ্তম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অষ্টম উইকেটে তাকে সঙ্গ দিয়ে ৯ বলে এক ছক্কায় ১৫ রান করেন নাহিদুল ইসলাম। তাকে ১৮তম ওভারে এসে ইয়র্কার বলে বোল্ড করেন হাসান মাহমুদ। দলীয় ১২৫ রানে বিদায় নেন সাইফুদ্দিনও।
]]>




