ভোলায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু
<![CDATA[
ভোলায় ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সোহেল (২৭) ও শাওন (২২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ভোলা-বরিশাল সড়কের ইলিশা হাওলাদার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে সময় সংবাদকে নিশ্চিত করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
আরও পড়ুন: সাতক্ষীরায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিহত দুই ভাই বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের প্রবাসী আবদুল করিম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, দুপুরে কাঁচাবাজার নিয়ে মোটরসাইকেলে ভোলা সদর থেকে বাড়ি ফিরছিলেন সোহেল ও শাওন। ভোলা-বরিশাল সড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি।
দুর্ঘটনাস্থল থেকে দুই ভাইয়ের মরদেহ ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনার পর এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের বিলাপে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
আরও পড়ুন: ভোলায় নিখোঁজ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) মাসুদ হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ট্রলির চালককে ধরতে অভিযান চলছে।
]]>




