বিনোদন

এক দিনের অনলাইন ক্লাস কার্যক্রম থেকে সরে এলো শাবিপ্রবি

<![CDATA[

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে ২০২২ সালের আগস্টে সপ্তাহের এক দিন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। তবে এ সিদ্ধান্ত থেকে সরে এসে পুনরায় আগের নিয়মে সপ্তাহে পাঁচ দিনই সশরীরে ক্লাস-পরীক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেযা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের পাঠানো এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনার আলোকে সপ্তাহের এক দিন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী ১৯ জানুয়ারি থেকে সপ্তাহের সকল কার্যদিবসে (বৃহস্পতিবারসহ) যথারীতি সশরীরে ক্লাস ও অফিস খোলা থাকবে।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তি পরীক্ষা ২৯ এপ্রিল শুরুর সুপারিশ

উক্ত সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য দিনের ন্যায় পরিবহন সুবিধা যথারীতি চালু থাকবে। প্রতিটি বিভাগ ও দফতরকে বিদ্যুৎ সাশ্রয়ের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হলো।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!