একজনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন
<![CDATA[
কিশোরগঞ্জের বাজিতপুরে চাঞ্চল্যকর কৃষক আমিরুল হক ওরফে আমরুত মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালত এ রায় ঘোষণা করেন।
একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুদ্দুস মিয়াকে (৪৫) ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম (৫৫), ধলু মিয়া (৫০), ফুকন মিয়া ওরফে ফুক্কু মিয়া (২৫), নিকুল মিয়া (২৮), মুকুল মিয়া (৪৮) ও সোনাফরকে (৪৫) ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফুকন মিয়া ছাড়া বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০১৫ সালের ১০ অক্টোবর গভীর রাতে বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামের কৃষক আমিরুল হক ওরফে আমরুত মিয়াকে ঘরে ঢুকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে আসামিরা। এ ঘটনায় আমিরুলের ছেলে শরীফ মিয়া বাদী হয়ে পরদিন ৭ জনের নামে বাজিতপুর থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৬ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. শহিদুল ইসলাম খান। আদালত বিচারকাজ শেষে এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু সাঈদ ইমাম। তিনি বলেন, হত্যার সময় আমিরুলের স্ত্রী স্বামীর পাশে ঘুমিয়ে ছিলেন। তিনি এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
]]>




