বাংলাদেশ

আফরোজা রুপার নতুন গান ‘এমন ভালোবাসব তোমায়’

<![CDATA[

প্রকাশ পেয়েছে আফরোজা রুপার গান ‘এমন ভালোবাসব তোমায়’। নেত্রকোনার মেয়ে আফরোজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছে তার ‘এমন ভালোবাসব তোমায়’ শিরোনামের নতুন গান ভিডিও। লুৎফর হাসানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সান সায়েক। গানটির ভিডিও নির্মাণে ছিলেন শুভব্রত সরকার।

গানটি সম্পর্কে রুপা বলেন, ‘গানের কথা, সুর, সংগীতের সব শাখায় দারুণ লাগায় আমি এই গানটা গাইতে আগ্রহী হই এবং গান প্রকাশের পর সবার কাছে যে এত রেসপন্স পাব, আমি এতটা ভাবি নাই। কৃতজ্ঞতা জানাই গান সংশ্লিষ্ট সবার প্রতি, বিশেষ করে ধ্রুব দাদার প্রতি আমার ঋণের শেষ নেই। গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকদের সাড়ায় আমি অভিভূত।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

আরও পড়ুন:নচিকেতার পোস্ট: অবশেষে ডিভোর্স হয়েই গেল

ছোটবেলা থেকেই গানের প্রতি ভালোবাসা তার। সংগীতের হাতেখড়ি মায়ের কাছে তিন বছর বয়সে। নেত্রকোনার অতীন্দ্র চন্দ্র দাস, জুলফিকার আলী শাহীন এবং স্বপন সরকারের কাছে গান শিখেছেন। শাস্ত্রীয় সংগীতে হাতেখড়ি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগীত আচার্য ড. আলী এফএম রেজওয়ানের কাছে। ছায়ানটেও শাস্ত্রীয় সংগীত শিখেছেন তিনি।

আরও পড়ুন:সর্বকালের সেরা ব্যান্ড ‘দ্য বিটলস’

সব ধরনের রুচিসম্মত গান নিয়ে কাজ করলেও শাস্ত্রীয় সংগীতেই তার বেশি আগ্রহ বলে জানিয়েছেন রুপা। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!