‘ভুল তথ্য’ দিয়ে রোষানলে, জেলেনস্কির উপদেষ্টার পদত্যাগ
<![CDATA[
রাশিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে ‘ত্রুটিপূর্ণ’ বক্তব্য দেয়ার পরিপ্রেক্ষিতে জনরোষ তৈরি হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ পদত্যাগ করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পদত্যাগের বিবৃতি দিয়েছেন।
১৪ জানুয়ারি নিপ্রোর একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইউক্রেনে দাবি করে রাশিয়া এ হামলা চালিয়েছে। তবে রাশিয়া দাবি করে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। যেটির আঘাতে রুশ ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়ে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত হন।
হামলার পরেই জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ বলেছিলেন, ইউক্রেনের সেনাদের কারণেই ওই আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র পড়েছে বলে তিনি ধারণা করছেন। তিনি জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়। ওই ধ্বংসাবশেষ যেয়ে বহুতল ভবনে আঘাত হানে।
তার এ মন্তব্যকে ভিত্তি করে রাশিয়ার সামরিক কর্মকর্তারা পরবর্তী সময়ে এ ঘটনার জন্য ইউক্রেনকে পুরোপুরি দায়ী করে প্রচারণা চালায়। এদিকে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানান, রাশিয়া কে-টুয়েন্টি টু মিসাইল দিয়ে ওই বহুতল ভবনে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর ব্যবস্থা তাদের নেই। এদিকে আরেস্তোভিচের এমন বক্তব্যে ক্ষুব্ধ হন ইউক্রেনের সংসদ সদস্য থেকে শুরু করে সাধারণ নাগরিকরা।
আরও পড়ুন: ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৪০
ইউক্রেনের বেশ কয়েকজন সংসদ সদস্য আরেস্তোভিচকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেন। তাদের দাবি আরেস্তোভিচের ওই বক্তব্যের কারণেই রাশিয়া এই হামলাকে ইউক্রেনের ঘারে দায় চাপিয়ে দেয়ার সুযোগ পেয়েছে। পরে এক বিবৃতিতে নিজের পদত্যাগ করার কথা জানান আরেস্তোভিচ। বিবৃতিতে তিনি বলেছেন, ‘হামলায় নিহত ও তাদের পরিবার, নিপ্রোর বাসিন্দা এবং বাকি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিপ্রোর আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আমার ভুল তথ্যের কারণে তারা কষ্ট পেয়েছেন।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও আরেস্তোভিচের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেননি। ওলেক্সি আরেস্তোভিচ যুদ্ধ শুরুর পর ইউক্রেন এবং রাশিয়া দুই দেশেই বেশ পরিচিত হয়ে উঠেছেন। কারণ ইউটিউবে যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেট দেন তিনি। তার ইউটিউব চ্যানেলটির ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
]]>




