বিনোদন

ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত টঙ্গীর তুরাগ তীর

<![CDATA[

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত টঙ্গীর তুরাগ তীর। ইতোমধ্যে মুসল্লিরা আসতে শুরু করেছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। তুরাগের ১৬০ একর এলাকার বিশাল মাঠে সামিয়ানার নিচে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি এতে অংশ নেবেন।

তাবলিগ জামায়াতের বিরোধের কারণে এবারও ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই ভাগে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পক্ষ বা মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করেছেন ১৩ থেকে ১৫ জানুয়ারি। পাঁচ দিন বিরতির পর শুক্রবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা।

আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৬ তম বিশ্ব ইজতেমা।

এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সাদ অনুসারীরা গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে মাঠ বুঝে নেন।

আড়ও পড়ুন: ইজতেমার দ্বিতীয় পর্ব / দলে দলে টঙ্গীতে আসছে মুসল্লি, রাস্তায় তীব্র যানজট

এদিকে ইজতেমায় ধর্মপ্রাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সোমবার (১৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন পার্কিংয়ের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে:

গাড়ি পার্কিং

১. খিলক্ষেত থেকে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

২. ইজতেমায় আসা মুসল্লিদের যানবাহনসমূহ নিম্নবর্ণিত স্থানসমূহে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করবেন:

ক. ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৬ নং সেক্টর এলাকাধীন বিজিএমইএ ভবন, ১০ নং, ১১ নং ৫ নং ব্রিজের ঢালে।

খ. সিলেট বিভাগ পার্কিং: উত্তরা ১৫ নং সেক্টর ২নং ব্রিজের ঢাল থেকে উলোদাহা মাঠ পর্যন্ত।

গ. খুলনা বিভাগ পার্কিং: উত্তরা ১৭ এবং ১৮ নং সেক্টরের খালি জায়গা (বউবাজার মাঠ) ।

ঘ. রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: প্রত্যাশা হাউজিং।

ঙ. বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় তিন দিনে ৮ মুসল্লির মৃত্যু

চ. ঢাকা মহানগরী পার্কিং: ৩০০ ফিট রাস্তা এলাকায় খালি জায়গা।

৩. নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

বিশ্ব ইজতেমার ২য় পর্ব উপলক্ষে গাড়ি পার্কিং ও ডাইভারশন সংক্রান্তে ডিএমপির নির্দেশনা

ডাইভারশন

৪. ডাইভারশন পয়েন্টসমূহ (শুধু আখেরি মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২২ জানুয়ারি ভোর ৪টা থেকে):

– ধউর ব্রিজ

– ১৮ নং সেক্টর পঞ্চবটী ক্রসিং

আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় তিন দিনে ৮ মুসল্লির মৃত্যু

– পদ্মা ইউলুপ

– ১২ নং সেক্টর খালপাড়

– মহাখালী ক্রসিং

– হোটেল রেডিসন ব্লু ক্রসিং

– প্রগতি সরণি (বিশ্বরোড)

– কুড়াতলী ফ্লাইওভার লুপ-২

– মহাখালী ফ্লাইওভার পশ্চিম পাশে

– মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং

– আশুলিয়া বাজার ক্রসিং
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!