বিনোদন

একবছর পর প্রোটিয়া দলে মাগালা

<![CDATA[

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এক বছর পর ওয়ানডে দলে ফিরলেন পেসার সিসান্দা মাগালা।

গেল বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন মাগালা। এরপর ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারায় দল থেকে বাদ পড়েন তিনি। অবশেষে সেই ফিটনেস পরীক্ষাতেই উৎরে গেলেন এই পেসার। সেই সঙ্গে ঘরোয়া আসরে তার পারফরম্যান্স দলে ফিরতে বড় ভূমিকা রাখে।  

দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ টোয়েন্টিতে এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেট মাগালা। দারুণ ফর্মে থাকায় আবারও জাতীয় দলে ফিরলেন এই পেসার।

মাগালার দলে ফেরা নিয়ে সিএসএ’র জাতীয় নির্বাচক কমিটির আহ্বায়ক ভিক্টর এমপিটসাং বলেন, ‘গত কয়েক বছর ধরেই দারুণ পারফর্ম করছে মাগালা। আগে ফিটনেস সমস্যা ছিল এবং এজন্য দল থেকে বাদ পড়ে সে।’

আরও পড়ুন: 

ব্লমফন্টেইনে আগামী ২৭ জানুয়ারি থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে ২৯ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি।

দক্ষিণ আফ্রিকার ওডিআই স্কোয়াড

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন (উইকেটরক্ষক), সিসান্দা মাগালা, কেশব মহারাজ, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডুসেন। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!