আইএসও সনদ অর্জন করল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
<![CDATA[
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মধ্যে প্রথম আইএসও সনদ অর্জন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনের এই সনদ গ্রহণ করেন।
প্রতিষ্ঠানটির ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের মান আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হওয়ায় এ সনদ অর্জন করেছে।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান রাইসুল আলম মন্ডলসহ ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিবিএস পরিচালনা, ক্রমবর্ধমান সাইবার হামলা প্রতিরোধ ও গ্রাহকের আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করায় এ অর্জন।
ব্যাংকের চেয়ারম্যান রাইসুল আলম মন্ডল জানান, আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখায় অর্থাৎ ৩৮৩টি শাখা অনলাইন ব্যাংকিংয়ের আওতায় আনা হয়েছে। আধুনিক ব্যাংকিং সেবা বিএসিপিএস, ইএফটিএন, আরটিজিএস, এ-চালান, এসএমএস ব্যাংকিং, জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন ব্যবস্থা, মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিং চালু করা হয়েছে। গ্রাহকদের আর্থিক নিরাপত্তা বজায় রাখতে রাকাব সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে।
আরও পড়ুন: শেষ হলো ব্যাংক ঋণের নয়-ছয় সুদহার
তিনি আরও জানান, সাইবার নিরাপত্তা নিশ্চিতে নেক্সট জেনারেশন কোর ফায়ারওয়াল, সার্ভার ফার্ম ফায়ারওয়াল, কোর রাউটার, এনএমএস ও এসআইইএমসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
]]>