বাবুর্চি খুঁজছেন রোনালদো, বেতন মাসে ৬ লাখ টাকা
<![CDATA[
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। আরব দেশটিতে থাকার জন্য বাড়িও করেছেন তিনি। এবার তিনি খোঁজ করছেন বাবুর্চির। খবর ডেইলি মেইলের।
২১৮ কোটি টাকার বেশি খরচ করে সৌদি আরবে বাড়ি করেছেন রোনালদো। সেই বাড়িতেই একজন বাবুর্চি দরকার তার। বেতনও বিশাল, মাসে ৪ হাজার ৫০০ পাউন্ড করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ লাখ টাকার কাছাকাছি। কিন্তু যে কেউ বাবুর্চি হতে পারবেন না, তার জন্য কিছু শর্তও নাকি রয়েছে। ডেইলি মেইল বলছে, বাবুর্চিকে রোনালদোর প্রিয় ডিশগুলো কীভাবে রান্না করতে হয়, তা জানতে হবে।
আরও পড়ুন: হারের পর মেসিদের নিয়ে যে বার্তা দিলেন রোনালদো
রোনালদো শৌখিন মানুষ। স্বাস্থ্যের ব্যাপারেও খুব সচেতন এই তারকা। ফিটনেস বজায় রাখতে খাবার খান বাছাই করে। তাই বাবুর্চিকেও এসব বিষয় মাথায় রাখতে হবে বৈকি। তাছাড়া রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও তাদের সন্তানদের জন্যও খাবার তৈরি করতে হবে।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর আল নাসরে যোগ দেন রোনালদো। ৩ জানুয়ারি আল নাসর রোনালদোকে বরণ করে। ক্লাবটিতে এসে প্রথমবার সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে রোনালদো বলেন, ‘আমি জানি, সৌদি আরবের লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমি এই লিগের অনেক ম্যাচ দেখেছি। কোচ যদি মনে করেন আমাকে সুযোগ দেয়া উচিত, তবে খেলব। খেলা চালিয়ে যেতে আমি প্রস্তুত।’
আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার দানি আলভেস
আল নাসরকে কথা দেয়ার কারণেই অন্য কোনো ক্লাবে যাননি রোনালদো। এ সম্পর্কে তিনি বলেন, ‘ইউরোপ, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার অনেক ক্লাবের প্রস্তাব ছিল আমার কাছে। যুক্তরাষ্ট্র ও আমার দেশ পর্তুগালের কয়েকটি ক্লাবও আমাকে চেয়েছিল। কিন্তু আমি আল নাসরকে কথা দিয়েছিলাম। সেটা রাখলাম।’
]]>




