খেলা

যে শর্তে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে সৌদির

<![CDATA[

ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের দ্বি-রাষ্ট্রীয় সমাধান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব।

 আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার জেরুজালেমে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকী করণের বিষয়ে আলোচনার প্রেক্ষিতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ শুক্রবার(২০ জানুয়ারি) এ মন্তব্য করেন।  

 

প্রিন্স ফয়সাল শীর্ষ সম্মেলনে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, ‘সত্যিকারের স্বাভাবিকীকরণ এবং সত্যিকারের স্থিতিশীলতা কেবলমাত্র ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র দেওয়ার মাধ্যমেই আসবে।’ এর আগে  ফিলিস্তিনি ভূখন্ড দখলের কারণে মার্কিন-মিত্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বারবার অস্বীকার করেছে সৌদি আরব।

 

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর হয়। এতে দ্বৈত চুক্তির অংশ হিসেবে, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন উভয়ই ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। যার ফলে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব হয়। নেতানিয়াহু বারবার সৌদি আরবকে এই তালিকায় যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন: ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ গেল ২ ফিলিস্তিনির

 

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সৌদির সাথে অগ্রগতির উপর জোর দিয়ে ‘আব্রাহাম চুক্তিকে গভীর করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন নেতানিয়াহু এবং সুলিভান।  

 

পশ্চিম তীর এবং গাজা উপত্যাকা এবং ইসরাইল-অধিভুক্ত পূর্ব জেরুজালেমে দীর্ঘকাল ধরে চলমান সংঘাতের ‘দুই-রাষ্ট্র’ সমাধানে একটি ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি হিসেবে দাবি করা হয়েছিল। কিন্তু ইহুদি বসতি দ্বারা অধিকৃত পশ্চিম তীর খন্ডিত হওয়ায় সেই লক্ষ্যটি আরও দূরবর্তী হয়ে উঠেছে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!