বাংলাদেশ

আমাজন রক্ষায় ব্রাজিলে প্রাথমিক কার্যক্রম শুরু

<![CDATA[

ব্রাজিলে আমাজন বন উজাড়ের বিরুদ্ধে চলতি সপ্তাহে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। বামপন্থি প্রবীণ নেতা লুলা দা সিলভা দায়িত্ব নেয়ার পর এ কার্যক্রম শুরু হয়। দেশটির পরিবেশ সংস্থা ইবামা শুক্রবার (২০ জানুয়ারি) এ কথা জানিয়েছে। খবর এএফপির।

নির্বাচনী প্রচারণায় লুলা ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটিতে গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে লুলা অতিরক্ষণশীল জইর বলসোনারোকে পরাজিত করেন। বলসোনারোর ৪ বছরের শাসনামলে আমাজন রেইনফরেস্টের ব্যাপক ক্ষতি হয়। এ সময়ে অবাধে বন উজাড় চলে। আগের দশকের তুলনায় বলসোনারোর সময়ে বন উজাড়ের পরিমাণ ৭৫ শতাংশ বেড়ে যায়। কিন্তু জলবায়ু পরিবর্তনের গতি ধীর করতে আমাজন বন উজাড় বন্ধ খুবই জরুরি বল মত বিশেষজ্ঞদের।

বার্তা সংস্থা এএফপিকে পরিবেশ সংস্থা ইবামা বলেছে, কার্যক্রম পরিদর্শনের জন্যে একটি দল গঠন করা হয়। গেল ১৬ জানুয়ারি দলের নতুন সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে। সংস্থাটি আরও বলেছে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার শুরু থেকেই ফেডারেল সরকার বন উজাড়ের পরিমাণ কমিয়ে আনতে একটি পরিকল্পনা তৈরিতে পরিবেশগত দলটিকে দায়িত্ব দেয়।

ইতোমধ্যে আমাজন বন রক্ষায় মন্ত্রিসভায় আমাজনবিষয়ক বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন লুলা। জানা যায়, লুলার মন্ত্রিসভায় পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বিশিষ্ট পরিবেশবিদ এবং আমাজন বিশেষজ্ঞ মারিনা সিলভা। এর আগে লুলা যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনো পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন: লুলার মন্ত্রিসভায় আমাজনবিষয়ক বিশেষজ্ঞ

এদিকে গত বুধবার (১৬ জানুয়ারি) লুলা ব্রাজিলের ‘গ্লোবো নিউজ’ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বন রক্ষায় আরও কঠোর পদক্ষেপের জন্যে তিনি ফেডারেল পুলিশ ফোর্স গঠন করবেন।

এ ছাড়া তিনি মহাদেশীয় সংরক্ষণ নীতি নিয়ে আলোচনা করতে আমাজনে অংশ রয়েছে এ রকম দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোর সঙ্গে বৈঠকের আয়োজন করতে চান বলেও জানিয়েছেন। লুলা যে কোনো উপায়ে আমাজন বন উজাড় প্রতিহত করতে লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন।

আরও পড়ুন: আমাজন উজাড় হচ্ছে উদ্বেগজনক হারে

লুলা দা সিলভা গত ১ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে আমাজন রক্ষায় একের পর এক ডিক্রিতে স্বাক্ষর করেন।

ব্রাজিলের ৬০ শতাংশ জায়গাজুড়ে রয়েছে আমাজন বন। পৃথিবীজুড়ে যে রেইনফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য নিজেই। এই বনে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ১৬ হাজার প্রজাতিতে বিভক্ত।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!