শিলাবৃষ্টি-তীব্র শীতের পর কুয়েতে প্রশান্তির ছায়া
<![CDATA[
গেল বেশ কিছুদিন ধরেই শিলাবৃষ্টি, হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত ছিল কুয়েতের জনজীবন। দেশটির আবহাওয়া কেন্দ্র ‘অশান্ত আবহাওয়া’ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করে আসছিল। গত সপ্তাহেও দিনজুড়ে ছিল ঝিরি ঝিরি বৃষ্টি। তবে শুক্রবার থেকে (২০ জানুয়ারি) অস্থির জনপদে হঠাৎই যেন নেমে এসেছে প্রশান্তির ছায়া।
কুয়েতে শুক্রবার হঠাৎই যেন চোখ মেলে তাকিয়েছে প্রকৃতি। কুয়েত সিটি সংলগ্ন আরব সাগর যেন প্রশান্তির ঘুম দিয়েছে, অদ্ভুত সৌন্দর্যের আকাশে বহমান হিমেল বাতাসে স্বস্তির নিশ্বাস ফেলেছেন দেশটির জনগণ।
আরও পড়ুন: কুয়েতে বৃষ্টি-বজ্রঝড়ের পূর্বাভাস
এদিকে মনোরম আবহাওয়া পেয়ে অনেকেই ঘুরতে বেরিয়ে পড়েছেন বিভিন্ন পার্ক বা সমুদ্রের তীরে। শুক্রবার ছুটির দিন হওয়ায় দর্শনীয় স্থানগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও খোলা আকাশের নিচে বসে সূর্যের তাপ আর হিমেল হাওয়ায় মন জুড়িয়ে নিতে ভোলেননি।
শিলাবৃষ্টির সঙ্গে শৈত্যপ্রবাহের প্রভাবের কারণে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই হঠাৎ প্রশান্তির আবহাওয়া পেয়ে খুশি তারা। তাদের অনেকেই সন্তানদের নিয়ে ছুটির দিনটি কাটাতে এসেছিলেন সমুদ্রের তীরে।
আরও পড়ুন: আরব বিশ্বের দ্বিতীয় নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ কুয়েত
গরমকালে কুয়েতের তাপমাত্রা সাধারণত ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। তবে শীতে এখানকার তাপমাত্রা গত কয়েক বছর থেকে ০ ডিগ্রিতে নেমে আসছে। এখন কুয়েতে শীতকালে ঝড়ের সঙ্গে তুষারপাতও যেন হয়ে উঠেছে স্বাভাবিক বিষয়।
]]>