চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়
<![CDATA[
চট্টগ্রাম পর্ব পেরিয়ে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। মাঝে দুদিনের বিরতি দিয়ে আগামী সোমবার (২৩ জানুয়ারি) হোম অব ক্রিকেটখ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা।
চলতি বিপিএলের প্রথম পর্বে শতভাগ সফলতা পেয়েছিল মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। আর চট্টগ্রাম পর্বে সফলতা পেল সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। হার দিয়ে বিপিএল শুরু করেছিল বরিশাল। সেই তারাই কিনা জিতল টানা পাঁচ ম্যাচ।
এ ছাড়া সাগরিকায় হারের বৃত্ত ভেঙে জয়ের হ্যাটট্রিক করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সিলেটের মতো বরিশাল টানা পাঁচ জয় পেলেও চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে মাশরাফীর সিলেট। ৬ ম্যাচে পাঁচ জয় নিয়ে টপে আছে তারা। এ ছাড়া সিলেটের সমান পাঁচ জয় নিয়েও রানরেটে কিছুটা পিছিয়ে থাকায় দুইয়ে আছে বরিশাল।
আরও পড়ুন: বিপিএল: ঢাকার দ্বিতীয় পর্বের টিকিটের মূল্য প্রকাশ
চট্টগ্রাম পর্বে বরিশালের পাশাপাশি চমক দেখিয়েছে কুমিল্লা। ঢাকার প্রথম পর্বে দুই হারের পর চট্টলায়ও হার দিয়ে শুরু করেছিল ভিক্টোরিয়ান্সরা। তবে ঘুরে দাঁড়াতেও সময় নিলো না খুব একটা। টানা তিন হারের পর টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে সেরা তিনে উঠে এসেছে ইমরুল কায়েসরা। এ ছাড়া পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।
আরও পড়ুন : বিতর্কের মাঝেও যে কারণে প্রশংসার দাবিদার বিপিএল
ঢাকা পর্বে ব্যর্থতার পর ঘরের মাঠেও ছন্দে ফিরতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৬ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে তারা। এ ছাড়া তলানিতে আছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স।
বিপিএলের পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেটরানরেট
সিলেট স্ট্রাইকার্স ৬ ৫ ১ ১০ +১.৩৩২
ফরচুন বরিশাল ৬ ৫ ১ ১০ + ০.৯৮২
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৬ ৩ ৩ ০৬ -০.০১৬
খুলনা টাইগার্স ৫ ২ ৩ ০৪ -০.০০৬
রংপুর রাইডার্স ৫ ২ ৩ ০৪ -০.৫২৩
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ ২ ৪ ০৪ -০.৮০২
ঢাকা ডমিনেটর্স ৬ ১ ৫ ০২ -১.০৮১
]]>




