৯৩ বছর বয়সে বিয়ে করলেন চাঁদে হাঁটা বাজ অলড্রিন
<![CDATA[
চাঁদের বুকে হাঁটা দ্বিতীয় ব্যক্তি বাজ অলড্রিন ৯৩ বছর বয়সে চতুর্থবারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। তার দীর্ঘদিনের প্রেমিকা ড. অ্যাঙ্কা ফোরকে (৬৩) বিয়ে করেছেন। শুক্রবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। খবর এক্সপ্রেসের।
বাজ অলড্রিন বলেন, আমার ৯৩তম জন্মদিন এবং যেদিন আমি অ্যাভিয়েশনের জীবন্ত কিংবদন্তি হিসেবে স্বীকৃতি লাভ করলাম সেদিনই আমি ড. অ্যাঙ্কা ফোরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।
তিনি আরও বলেন, লস অ্যাঞ্জেলসে ছোট পরিসরে আমরা বিয়ের অনুষ্ঠান করেছি। পালিয়ে যাওয়া কিশোর-কিশোরীদের মতো আমরা দুজনও রোমাঞ্চিত।
আরও পড়ুন: সর্বোচ্চ দামে চাঁদে পা রাখা বাজ অলড্রিনের জ্যাকেট বিক্রি
১৯৫৪ সালে প্রথম বিয়ে করেন বাজ অলড্রিন। জোয়ান আরচারের সঙ্গে সেই বিয়ে টেকে ২০ বছর। পরে দ্বিতীয় বিয়ে করেন ১৯৭৫ সালে এবং সেই বিয়ে টিকেছিল মাত্র ৩ বছর। ১৯৮৮ সালের তৃতীয়বারের মতো লয়েস ড্রিগসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অলড্রিন। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
১৯৬৯ সালে অ্যাপোলো-১১ মিশনে যে তিনজন নভোচারী চাঁদে গিয়েছিলেন। তাদের মধ্যে চাঁদের বুকে প্রথম মানুষ হিসেবে পা দিয়ে ইতিহাস গড়েছিলেন নিল আর্মস্ট্রং। এ তিনজনের মধ্যে বেঁচে আছেন শুধু একজনই। তিনি বাজ অলড্রিন।
]]>




