ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জামি, সম্পাদক বাহারুল
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে রিয়াজ উদ্দিন জামি সভাপতি এবং মো. বাহারুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৩৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে সভাপতিসহ তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে শনিবার আটজনকে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক শ্যামল
নির্বাচনে জয়ী প্রার্থীরা হলেন: সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মো. বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহসভাপতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, সহসভাপতি দিনকালের জেলা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ খান বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক আজকালের খবরের জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজ, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মো. শাহীন।
আরও পড়ুন: ময়মনসিংহ প্রেসক্লাবের সম্পাদক অমিত, যুগ্ম সম্পাদক জুয়েল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল২৪-এর স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি, দফতর সম্পাদক দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ারবিজের জেলা প্রতিনিধি এইচ এম সিরাজ নির্বাচিত হন।
]]>




