রাজধানীতে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী
<![CDATA[
রাজধানীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ওই যুববকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে তুরাগ বাউনিয়ায় এই ঘটনা ঘটে।
হাসপাতালে পুলিশের কাছে ওই যুবক জানান, তিনি একটি গার্মেন্টসে মেকানিক সেকশনে চাকরি করতেন। তবে বর্তমানে বেকার। তার স্ত্রী কলি পরকীয়া করেন, তিনি এমন সন্দেহ করায় তাদের মাঝে ঝগড়াঝাঁটি চলছিল। সন্ধ্যায় তিনি বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী ধারাল কিছু দিয়ে তার তার বিশেষ অঙ্গ কেটে ফেলে।
আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীর কাছে গিয়ে বিশেষ অঙ্গ হারালেন বৃদ্ধ
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে স্ত্রী তার স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলেছে বলে জানা গেছে। এ ঘটনায় তার স্ত্রী পলি আক্তারকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
]]>




