রোববার দূষিত শহরের শীর্ষে ঢাকা
<![CDATA[
দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকা আজ শীর্ষে অবস্থান করছে। বাতাসের মান বেশি অস্বাস্থ্যকর হওয়ায় ঢাকার স্কোর আজ সর্বোচ্চ।
প্রতিদিনের মতো রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে। যেখানে দেখা যায়, এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ৩১৬, যা স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত।
দূষিত শহরের তালিকার ঢাকার পরেই আছে উজবেকিস্তানের তাসখন্দ। যার স্কোর ২৬৮। অর্থাৎ প্রথম ও দ্বিতীয়ের মধ্যে ফারাকটা বিশাল।
তাসখন্দের পর আছে চীনের সেনইয়াং শহর (২৫৪), ভিয়েতনামের হ্যানয় (২৪১), চীনের চেংডু (২১৩), কিরগিজস্তানের রাজধানী বিশকেক (২০৮) ও ভারতের কলকাতা (২০১)।
আরও পড়ুন: ঠান্ডা-বায়ুদূষণ: রোগশোকে নাকাল দিল্লিবাসী
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহমদ কামরুজ্জামান মজুমদারের মতে, বায়ুদূষণের মাত্রা একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০০ ছাড়ালে বলা হয় মারাত্মক অস্বাস্থ্যকর। ৩০০ হলে দুর্যোগপূর্ণ ও স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
]]>




