আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন হাকিমি
<![CDATA[
কাতার বিশ্বকাপে সবাইকে অবাক করে দিয়েছে আফ্রিকার দেশ মরক্কো। ইতিহাসের প্রথম আফ্রিকান দেশ হিসেবে উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে। আর মরক্কোর এ রূপকথার বড় নায়ক ছিলেন পিএসজির ডিফেন্ডার আশরাফ হাকিমি। পুরো বিশ্বকাপে তার অসাধারণ পারফর্মেন্সের কারণে আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন তিনি।
আরবের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দেয়া হয় সৌদি আরবের রিয়াদে। শনিবার (২১ জানুয়ারি) ‘জয় অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে হাকিমি বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে তা তার মা’কে উৎসর্গ করেন। পুরস্কারের জন্য ডাকা হলে মা’কে সঙ্গে নিয়ে হাকিমি মঞ্চে ওঠেন। ট্রফি হাতে নিয়েই তা তুলে দেন মায়ের হাতে।
নিজের অনুভূতি প্রকাশ করে হাকিমি বলেন, ‘মায়ের সঙ্গে এখানে আসতে পেরে আমি ভীষণ খুশি। আমি গর্বিত। সেই সঙ্গে আমার ক্লাব পিএসজি ও আমার দেশ মরক্কোকে ধন্যবাদ দিতে চাই। সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞ আমি।’
আরও পড়ুন: পিএসজিতে অনিশ্চিত রামোসের ভবিষ্যৎ
ইউরোপের বড় বড় ক্লাবে খেলে হাকিমি এখন খেলছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। ২৪ বছর বয়সী এ ডিফেন্ডার ২০২১ সালে পিএসজিতে যোগ দেন। এর আগে তিনি ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ এবং বরুশিয়া ডর্টমুন্ডেও খেলেছেন। ২০১৬ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মরক্কোর এ ডিফেন্ডারের।
]]>