হাওড়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
<![CDATA[
হাওড়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওড় বাঁচাও আন্দোলন। সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় জেলার ট্রাফিক পয়েন্ট এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এখনও কোনো কোনো হাওড়ে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হয়নি। যেসব হাওড়ে বাঁধের কাজ শুরু হয়েছে তা-ও ধীরগতিতে চলছে। এভাবে বাঁধ নির্মাণ করলে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে না। এ ছাড়া হাওড়ের ফসল রক্ষা করতে অপ্রয়োজনীয় অতিরিক্ত বাঁধ ও বরাদ্দ দিয়েছে সরকার। এই বরাদ্দ লুটপাট করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের নামে এমপিরা অর্থ বাণিজ্য করছেন।
আরও পড়ুন: হাওড়ে এখন থেকে আর কোনো রাস্তা নির্মাণ নয়: পরিকল্পনামন্ত্রী
হাওড় বাঁচাও আন্দোলনের নেতারা দ্রুত হাওড়ের ফসলরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান সরকারের কাছে।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ইয়াকুব বখত, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক শহীদ নুর আহমেদসহ জেলা ও উপজেলা কমিটির নেতারা।
]]>