বিসিবি চাইলে মাঠ থেকে বিদায় নেবে মাশরাফী: রাজ্জাক
<![CDATA[
তিন বছর ধরে জাতীয় দলের বাইরে দেশের ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এখনো জাতীয় দল থেকে অবসর না নিয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন ম্যাশ। তবে বিসিবি চাইলে সাবেক অধিনায়ককে মাঠ থেকে বিদায়ের সুযোগ করে দেবে বলে জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক প্যানেল।
সোমবার (২৩ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক। সেখানেই আলোচনায় উঠে আসে ৩৯ বছর বয়সী মাশরাফীর প্রসঙ্গ। চলতি বিপিএলে দারুণ বোলিংয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে দেশীয় বোলারদের মধ্যে সবার ওপরে আছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী। এখনো অবসরে না যাওয়া সাবেক এই অধিনায়ককে আর জাতীয় দলে দেখা যাবে কি না, তা নিয়ে রাখা হয়েছিল প্রশ্ন।
বাংলাদেশ ক্রিকেটের বড় বদনাম যে, তারকা ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিতে পারেন না। ক্যারিয়ার সায়াহ্নে থাকা মাশরাফী কি পাবেন সেই সুযোগ?
আরও পড়ুন:বিশ্বকাপের আগে দুঃসংবাদ বাংলাদেশ দলে
এমন প্রশ্নের জবাবে মাশরাফীর এক সময়ের সতীর্থ ও বর্তমানে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করা আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। এসব স্পেশাল ডিসিশন। যদি বোর্ড এই সিদ্ধান্ত নেয়, আমাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে। আমরা চাই খেলোয়াড়রা মাঠ থেকে বিদায় নেয়। দেখতেও ভালো লাগবে, মানুষও খুশি হবে। এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত।’
রাজ্জাক আরও বলেন, যদি বোর্ড এমনটা করে তবে তারা খুশিই হবেন। তবে বোর্ড সিদ্ধান্ত নিলে আমরা সম্মান করব। শুধু মাশরাফির ক্ষেত্রে নয়, সবাই। আন্তর্জাতিক ক্রিকেটে যারা অনেক দিন ধরে খেলেছে, সবার ক্ষেত্রে এমন হলেই ভালো। খেলোয়াড়েরও একটা স্মৃতি থাকবে। মাঠ থেকে বিদায় নিলে খারাপ হয় না।’
আরও পড়ুন:বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
এবারের বিপিএলে দারুণ চমক দেখিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার নাসির হোসেনও। এক সময় ফিনিশার তকমা পাওয়া নাসির বাদ পড়ার পর থেকেই খেলোয়াড়ি কারণে আর শিরোনামে আসতে পারেননি। তবে চলতি বিপিএলে যেন নাসিরের ব্যাটে পুরনো ঝলক। তবে কি নাসিরের সামনে খুলবে জাতীয় দলের বন্ধ দরজা?
এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘অনেক দিন পর কামব্যাক করেছে। ওকে ধারাবাহিকভাবে এই প্রসেসে থাকতে হবে। সিলেকশন প্যানেলের বিবেচনায় আছে। সবাইকে নিয়েই চিন্তাভাবনা হচ্ছে। যখন যাকে দরকার হবে তখন তাকে চিন্তা করা হবে। নাসির অভিজ্ঞ খেলোয়াড়, অনেক দিন ধরে খেলছে। নিজের ছন্দে থাকলে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে।’
]]>




