ফেনীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। যুবলীগকে সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করতে বৃহস্পতিবার সকালে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
ফেনী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল আলম এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল।
জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সদস্য মহসিন কবির রিয়েল, কামরুল ইসলাম, নিজাম উদ্দিন শামীম, কাজী মাসুদ রানা, ইসতিয়াক আহমেদ সৈকত, লোকমান হোসেন ভূঞা।
এসময় জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে সভা থেকে নেতাকর্মীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব।