খেলা

আ.লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মীকে মারধরের অভিযোগ

<![CDATA[

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহা. জিয়াউর রহমানের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র ও আ.লীগের বিদ্রোহী প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। এছাড়া বিদ্রোহী প্রার্থীর কর্মীদেরকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের প্রধান নির্বাচনী এজেন্ট ও প্রার্থীর ছেলে মো. আহসান উদ্দীন সরকার।

আরও পড়ুন: উপ-নির্বাচনের আগে পৌর মেয়রকে যুবলীগ নেতার সতর্কবার্তা

গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজারে প্রার্থীর নিজ বাসভবনে প্রার্থীর পক্ষে তিনি এসব অভিযোগ করেন।

এসময় আহসান উদ্দীন সরকার বলেন, ‘গত ২২ জানুয়ারি ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি বাজারে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ আপেল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং ভোটারদেরকে ভয়ভীতি দেখান।’

তিনি আরও বলেন, ২৩ জানুয়ারি গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আপেল প্রতীকের কর্মী মো. হাবিবুল্লাহর উপর আওয়ামী লীগের কর্মী মেহেদী, আনারুল, মিলন অতর্কিত হামলা করে। স্থানীয়রা পরে তাকে উদ্বার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এতে আপেল প্রতীকের কর্মী-সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: রসিক নির্বাচন /বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ. লীগ নেতা মিলন বহিষ্কার

সংবাদ সম্মেলনে আহসান আরও বলেন, গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের আড্ডা বাজার ও জিনারপুর বাজারে এবং রাধানগর ইউনিয়নের ডুবার মোড়ে আপেল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এ সময় বেশ কিছু পোস্টার (ডিজিটাল ব্যানার) নামিয়েও ফেলেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিয়াউর রহমানের সমর্থকরা।

তিনি বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তাকে এসব বিষয় নিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আগামি ১ ফেব্রুয়ারি একটি সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন: উপনির্বাচন /চাঁপাইনবাবগঞ্জে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। তিনি বলেন, ‘অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে দ্রুতই আমি সংবাদ সম্মেলন করে আমার বক্তব্য দিব।’

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান মুঠোফোনে সময় সংবাদকে জানান, বিকেল ৪টা পর্যন্ত অভিযোগের কপি এখনও তার হাতে আসেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে রিকশাচালককে মারধরের অভিযোগ

উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি শূন্য ঘোষণা করা হয়। উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোহাম্মদ আলী সরকার। আর আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান।

আগামী ০১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে আসনটিতে ভোটগ্রহণ করা হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!