বিনোদন

ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার নজিরবিহীন জোট গঠন

<![CDATA[

নিজেদের মধ্যে অভিন্ন মুদ্রাব্যবস্থা চালু করতে যাচ্ছে লাতিন আমেরিকার দুই অন্যতম প্রতিবেশী রাষ্ট্র ব্রাজিল ও আর্জেন্টিনা। নিজেদের মধ্যে বিনিময়ের বাধা দূর করতে ও স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে দেশ দুটির পক্ষ থেকে জানানো হয়।

আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি নিউজ জানায়, ক্ষমতা গ্রহণের পর নিজের প্রথম রাষ্ট্রীয় সফলে সোমবার (২৩ জানুয়ারি) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

 

ফুটবলে দুই দেশকে চিরপ্রতিদ্বন্দ্বী বলে মনে করা হলেও এবার অর্থনীতিতে নজিরবিহীন জোট গঠন করতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দেশের মধ্যে একটি অভিন্ন মুদ্রা চালু এবং অর্থনৈতিক জোট গড়ার লক্ষ্যে আলোচনা শুরু করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এরই মধ্যে এ বিষয়ক যৌথ বিবৃতি দিয়েছে লাতিন আমেরিকার এই দেশ দুটি। প্রস্তাবিত এই অভিন্ন মুদ্রার নাম দেয়া হয়েছে ‘সুর’, যার অর্থ দক্ষিণ।

 

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে স্মারক মুদ্রা প্রকাশ

 

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের মধ্যে বিনিময়ের বাধা দূর করতে এবং স্থানীয় মুদ্রার ব্যবহারকে উৎসাহিত করতেই এই উদ্যোগ। শুধু তাই নয়, এটি আর্থিক এবং বাণিজ্যিক উভয় প্রবাহের জন্যই ব্যবহার করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, প্রাথমিকভাবে এটি একটি দ্বিপক্ষীয় প্রকল্প হিসেবে শুরু হবে। পরবর্তী সময়ে লাতিন আমেরিকার অন্য দেশগুলোকেও এতে যুক্ত করার উদ্যোগ নেয়া হবে। রোববার রাতে শুরু হওয়া লুলার আর্জেন্টিনা সফরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ধারণা করা হচ্ছে।

 

ব্রাজিলে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরপরই লাতিন আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার দেশে রাষ্ট্রীয় সফরে যাওয়ার রীতি প্রচলিত রয়েছে। আর সেই ঐতিহ্য বজায় রেখেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজের প্রথম আন্তর্জাতিক সফরের জন্য আর্জেন্টিনাকেই বেছে নিয়েছেন লুলা দা সিলভা। ব্রাজিলের সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জেইর বলসোনারো সরকারের মেয়াদকালের চার বছর বেশ উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল প্রতিবেশী এই দেশ দুটির মধ্যে।

 

এর আগে ২০১৯ সালে উভয় দেশের রাজনীতিবিদরা অভিন্ন মুদ্রার ধারণাটি নিয়ে প্রথম আলোচনা শুরু করেন। যদিও সে সময়ে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!