ইউক্রেনে ট্যাংক পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও জার্মানি
<![CDATA[
জার্মানি ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহ করবে। রুশ সৈন্যদের প্রতিহত করতে কিয়েভের অনুরোধে অস্ত্রশস্ত্র সরবরাহের জন্য বার্লিনের ওপর কয়েক মাসের জোরালো চাপের পর এমন প্রতিবেদন প্রকাশ পেল। মঙ্গলবার (২৪ জানুয়ারি) জাতীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
জার্মান সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বার্লিন জার্মানির তৈরি শক্তিশালী ট্যাংকের মজুত থেকে মিত্রদেশগুলোকে তা পাঠানোর অনুমতি দেবে। ওয়াশিংটন এখন ইউক্রেনে উল্লেখযোগ্য সংখ্যক আব্রামস এম-১ ট্যাংক পাঠানোর দিকে ঝুঁকছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এমন কথা জানানোর পর প্রতিবেদনগুলো প্রকাশ করা হলো। সম্ভবত এ সপ্তাহেই এ ব্যাপারে একটি ঘোষণা আসতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘রোলিং নিউজ চ্যানেল এনটিভি’ জানায়, জার্মানি একটি কোম্পানিকে লেপার্ড-২ এ-৬ ট্যাংক হস্তান্তর করবে। জার্মান সশস্ত্র বাহিনীতে একটি কোম্পানি ১৪টি ট্যাংক নিয়ে গঠিত।
পৃথকভাবে ‘স্পাইগেল অনলাইন বলেছে, ট্যাংকগুলো বুন্দেসওয়েরের নিজস্ব মজুত থেকে এলেও অন্যান্য সরবরাহগুলো শিল্পের মজুত থেকে আসতে পারে। এ ব্যাপারে সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে চ্যান্সেলর ওলাফ শলজের এক মুখপাত্র এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।
এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, তিনি ইউক্রেনীয় বাহিনীকে ট্যাংক ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ শুরু করতে মিত্রদের উৎসাহিত করেন। ওই সময় তিনি বলেছিলেন, তাদের সরবরাহের সবুজ সংকেত দেয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হলেও এ ব্যাপারে তিনি দ্রুত সিদ্ধান্ত দেয়ার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: ইউক্রেনে লোপার্ড টু ট্যাংক পাঠাতে সম্মত জার্মানি
ইউক্রেন ও তার মিত্ররা কয়েক সপ্তাহ ধরেই জার্মানিকে লেপার্ড ট্যাংক সরবরাহের অনুমতি দেয়ার জন্য অনুরোধ করে এলেও গত সপ্তাহে জার্মানিতে কিয়েভের মিত্রদের মার্কিন নেতৃত্বাধীন বৈঠকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অত্যাধুনিক এসব ট্যাংক পাওয়ার সম্ভাবনা কিয়েভের কর্মকর্তাদের রাশিয়ার বিরুদ্ধে ১১ মাস ধরে চলা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়ার ব্যাপারে আশাবাদী করে তুলেছে।
গত সপ্তাহে চ্যান্সেলর ওলাফ শলজ আবারও জোর দিয়ে বলেছিলেন, জার্মানি কেবল একা ইউক্রেনে ট্যাংক পাঠাতে যাবে না। যুক্তরাষ্ট্রের সিনিয়র একজন আইনপ্রণেতা গত সপ্তাহে সংবাদমাধ্যমকে জানান, শলজ মার্কিন কংগ্রেসম্যানদের বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে ট্যাংক পাঠালে জার্মানিও দেশটিতে ট্যাংক সরবরাহ করবে।
আরও পড়ুন: ইউক্রেনে ভারী ট্যাঙ্ক পাঠানোর বিকল্প নেই: জেলেনস্কি
এদিকে ইউক্রেনে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র পাঠানো হলে তা যুদ্ধের স্থায়িত্ব বাড়াবে বলে সতর্ক করেছে রাশিয়া। কিয়েভের মিত্ররা পৃথিবীকে একটি বৈশ্বিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বলে অনেক রুশ কর্মকর্তা হুঁশিয়ারিও দিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত ট্যাংক পাঠানোর এ খবরকে ‘আরেকটি নির্লজ্জ উসকানি’ বলে উড়িয়ে দিয়েছেন।
যুক্তরাজ্য এরই মধ্যে বলেছে, তারা ইউক্রেনে চ্যালেঞ্জার-২ ট্যাংক পাঠাবে। পোল্যান্ড এ সপ্তাহে জানায়, তারা লেপার্ড-২ ট্যাংক ইউক্রেনে পাঠাতে চায়, কিন্তু সেগুলো জার্মানিতে তৈরি। বার্লিনকে তাদের রফতানির অনুমোদন দিতে হবে এ ট্যাংক পাঠানোর জন্য।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বলছে, অন্তত ১৬টি ইউরোপীয় ও ন্যাটো দেশের কাছে লেপার্ড-২ ট্যাংক আছে।
]]>




