খেলা

সুষমাকে নিয়ে পম্পেওর মন্তব্যে জয়শঙ্করের নিন্দা

<![CDATA[

ভারতের সাবেক পররাষ্টমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজ সম্পর্কে নিজের বইতে বেশ কিছু মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) মাইক পম্পেও। তার সেই সকল মন্তব্যের নিন্দা জানিয়েছেন ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর এনডিটিভির।

সুষমা স্বরাজ ‘কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব’ ছিলেন না। নিজের সাম্প্রতিকতম বইতে এমনটাই দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। বইটির নাম ‘নেভার গিভ অ্যান ইঞ্চ: ফাইটিং ফর আমেরিকা আই লাভ’।

এই বইতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নিজের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতিকথা তুলে ধরেছেন আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএর সাবেক পরিচালক পম্পেও।  ভারত ও পাকিস্তানের বিভিন্ন প্রসঙ্গ টেনেছেন তিনি।

মোদি সরকারের প্রথম মেয়াদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমলে ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইএ’র পরিচালক ছিলেন পম্পেও। এরপর ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হন তিনি।   

বইতে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বলতে গিয়ে পম্পেও লিখেছেন ‘ভারতের ক্ষেত্রে বলতে পারি, আমার আসল ‘কাউন্টার পার্ট’কে (সুষমা স্বরাজকে) ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলে মনে হয়নি। বরং আমার কাছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে প্রধানমন্ত্রীর অনেক বেশি ঘনিষ্ঠ ও বিশ্বস্ত বলে মনে হয়েছে।’

আরও পড়ুন: পূর্ব লাদাখে ২৬টি টহল পয়েন্ট ভারতের হাতছাড়া

পম্পেও তার বইতে সুষমার ক্ষেত্রে ‘গুফবল’-এর মতো অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। গুফবল শব্দের অর্থ ‘বোক ‘। সেই সঙ্গে আরও অপমানজনক বিশেষণও প্রয়োগ করেছেন। পম্পেওর এসব মন্তব্যের নিন্দা জানিয়েছেন এস জয়শঙ্কর। সুষমা স্বরাজ সম্পর্কে পম্পেওর মন্তব্যগুলো ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন তিনি। যদিও বইতে জয়শঙ্করকে প্রশংসায় ভাসিয়েছেন পম্পেও।

বইতে তিনি লিখেছেন, ‘আমার দ্বিতীয় ভারতীয় ‘কাউন্টার পার্ট’ এস জয়শংকর। ২০১৯ সালের মে মাসে আমরা ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ‘জে’কে স্বাগত জানাই। আমার তাকে দারুণ লাগে। সাতটি ভাষায় উনি কথা বলতে পারেন। ইংরেজি তার মধ্যে অন্যতম। এবং কখনও উনি আমার চেয়েও ভালো।’

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবস /বাংলাদেশকে আমন্ত্রণে অনীহা কেন ভারতের?

এখানেই শেষ নয়। আরও প্রশস্তিতে তিনি ভাসিয়ে দিয়েছেন জয়শঙ্করকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ‘পেশাদার, যুক্তিবাদী ও তার ‘বস’ (অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) ও দেশের একজন শক্তিশালী রক্ষক’ বলেও বর্ণনা করেছেন। পম্পেও জানিয়েছেন, প্রথম সাক্ষাতেই তিনি মুগ্ধ হয়েছিলেন জয়শংকরের প্রতি। 

পম্পেওর মন্তব্যের বিষয়ে জয়শঙ্কর পিটিআইকে বলেছেন, ‘আমি পম্পেওর বইতে শ্রীমতি সুষমা স্বরাজকে উল্লেখ করে একটি অনুচ্ছেদ দেখেছি। আমি সবসময় তাকে খুব সম্মান করি ও তার সাথে একটি ব্যতিক্রমী ঘনিষ্ঠ ও উষ্ণ সম্পর্ক ছিল। তবে আমি অসম্মানজনক কথাবার্তার নিন্দা জানাই। তার জন্য ব্যবহৃত।’

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!